• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৮:০৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৮:০৭ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার

পাবনা প্রতিনিধি: ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন। রোববার এই পয়েন্টে পানি ছিল ৯৪ সেন্টিমিটার। সোমবার ৪ সেন্টিমিটার বেড়ে হয়েছে ৯৮ সেন্টিমিটার।তিনি বলেন, ২৫ আগস্ট রোববার পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। সোমবার বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। কারণ যমুনার পানি যখন কমে, তখন পদ্মার পানি বাড়ে। যমুনার পানি কমলে পদ্মার পানি বাড়লে বন্যা হবে না। এখন যমুনার পানি দ্রুত কমছে। সুতরাং বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস। যদি কোনো কিছু হয়, সেটা প্রকৃতির বিষয় এবং ওপরওয়ালা সৃষ্টিকর্তা এখন কি করবে। আমাদের যে ধারণা তাতে বন্যা হওয়ার কথা নয়।মোশারফ হোসেন আরও বলেন, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা ১৩.৮০ মিটার। আর সোমবারের পরিমাপে পানি ছিল ১১.৯৮ মিটার। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, বিপদসীমার অনেক নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি যদি বিপদসীমা ১৩.৮০ অতিক্রম করে পানি ১৫ বা ১৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পায় তখন বাঁধের জন্য ঝুঁকি হতে পারে। তবে পাবনা জেলায় বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া নীচু এলাকা প্রতিবছরই প্লাবিত হয়। ফারাক্কার গেট আগে থেকেই খোলা ছিল। এখন শুনছি সবকটি গেট খোলা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত কতটি গেট খুলেছে তা জানা এখনও সম্ভব হয়নি। দশদিন আগেও এই পয়েন্টে পানির প্রবাহ ছিল ১২.২০ মিটার। এখন তো কমে গেছে।আমাদের বোর্ডের হেড অফিস জানিয়েছে, তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।