ফটিকছড়িতে বায়তুল হিকমা মাদ্রাসার বর্ণাঢ্য পিঠা উৎসব
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঙালির পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে চট্টগ্রামের ফটিকছড়িতে এই প্রথম বায়তুল হিকমা মাদ্রাসায় বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বায়তুল হিকমা মাদ্রাসা কর্তৃপক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।মাদ্রাসার উপাধ্যক্ষ এম. হাসানুল আমীনের সভাপতিত্বে পিঠা উৎসবে অতিথি ছিলেন ব্যাংকার মো. আব্দুল মালেক, ডা. মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. মহিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ হাসানসহ আরো অনেকে।অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান মাদ্রাসার শিক্ষার্থীরা। শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের প্রায় শতাধিক পিঠা স্থান পায়।প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।