• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু হত্যাকারীদের নাম প্রকাশে তদন্ত কমিশন গঠনের দাবি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের

মানিকগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাদের নাম প্রকাশ জন্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহব্বয়ক ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।১৯ আগস্ট শনিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের হলরুমে সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে জড়িত ছিলেন। কি কি ষড়যন্ত্র করেছেন এবং হত্যাকাণ্ডের পরে কি কি করেছেন। তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে, তাদের নাম প্রকাশ করা হোক।অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আবদুস সালাম, প্রফেসর ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, প্রফেসর ড.মো মাহবুবুর রহমান, প্রফেসর বদরউদ্দিন আহম্মেদসহ অন্যরা বক্তব্য রাখেন।