• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ সকাল ০৭:৫০:৫৪ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ সকাল ০৭:৫০:৫৪ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের খেলাধুলায় আরও এগিয়ে আসতে হবে: এম এ খান বেলাল

নোয়াখালী প্রতিনিধি: শিশু-কিশোরদের স্কুলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে আসতে হবে। লেখা পড়া ও ক্রীড়াঙ্গনে ভালো করলেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। শিক্ষার্থীদের আগামী বাংলাদেশর আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সম্রাট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী এম. এ খান বেলাল।৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের স্কুলের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আরও মনোযোগি হতে হবে ক্রীড়াঙ্গনে। নতুন বাংলাদেশ গড়তে হলে ছাত্রছাত্রীদের খেলাধুলায় আরো মনোযোগী হতে তিনি বলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য মো. সিদ্দিক উল্ল্যাহ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সার্বিক নির্দেশনায় আরও উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম,  সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম, কামাল হোসেন, জামাল উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।