• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৫৬:০৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৫৬:০৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন মধ্যনগর থানার ওসি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: অপরাধ দমন ও বিশেষ অভিযানে অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন। ১৫ অক্টোবর রোববার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করেন নামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।মধ্যনগর থানা পুলিশ সেপ্টেম্বরে ২ টি মামলায় ৯ জন গ্রেফতার এবং ২৬০ বস্তায় ১৩০০০ কেজি চিনি জব্দ করে। জার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা। এটি সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ উদ্ধার। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মধ্যনগর থানাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।অর্থ পুরস্কার পেয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, থানায় কর্মরত সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে । অর্থ পুরস্কার প্রদানের জন্য এসপি স্যারসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে এই ধারাবাহিকতা ধরে রাখতে আরও সচেষ্ট থাকবো।