নারী-পুরুষকে সমান মর্যাদা দেওয়া হবে: ডা. শফিকুর রহমান
সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু পদে পদের তাদের সব ষড়যন্ত্র ঝড়ে পরে যাচ্ছে। মানুষ এখন সজাগ।১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জানান দিয়েছিলো তারা ক্ষমতার জন্য হত্যাকাণ্ড চালাবে। সেদিন থেকে বাংলাদেশ পথ হারিয়ে ছিলো। দীর্ঘ সাড়ে ১৪ বছর পর বাংলাদেশ মুক্তি পেয়েছে। মানুষ এখন স্বস্তির সাথে নিশ্বাস নিতে পারছে।আওয়ামী লীগের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতাকর্মীদের জামায়াতের প্রতি পাষাণ হওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা দায়িত্বজ্ঞানহীন নন। দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে ভোট চাইবে? যারা মানুষ খুন করেছে তারা জাতির কাছে জানুক তারা তাদের রাজনীতি চায় কি না।শফিকুর রহমান আরও বলেন, দেশের হিন্দুদের উসকানি দেওয়া হয়েছিল। যারা উসকানি দিয়েছিলো তাদের মুখ্য জবাব এবার দিয়েছে হিন্দুরা। সব কিছুকে ভুল প্রমাণ করে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ করেছে।বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপর দখল বাণিজ্য হতে দিবো না বলে আমির বলে, দেশে নারী-পুরুষকে সমান মর্যাদা দেওয়া হবে। বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শান্তির বাংলাদেশ গড়তে আমরা যেন অবদান রাখতে পারি।