• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৫২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৮:৫২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার, গ্রেফতার ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধারসহ দুইজন অবৈধ দেশীয় চোলাই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।১৫ অক্টোবর মঙ্গলবার গ্রেফতারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাগাউড়া গ্রামের মৃত. নিরঞ্জন বিশ্বাসের পুত্র নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাস।বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্প এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, ১৪ অক্টোবর সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সুয়েব বিন আহমদের নেতৃত্বে সেনাসদস্যরা উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এক অভিযান পরিচালনা করে। রানীনগর গ্রামের মসজিদের পাশে দীর্ঘ দিন ধরে পরিচালিত অবৈধ দেশীয় মদের দোকান থেকে ২৫টি ড্রামে রক্ষিত ৭৪০ লিটার মদ ও বিভিন্ন বোতলের ৮ লিটার মদ জব্দ করা হয়। এসময় মদের দোকান পরিচালনায় থাকা ২ মাদক কারবারিকে  গ্রেফতার করে সেনাবাহিনী।আটককৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।