শ্রীপুরে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসে যাত্রী ও পথচারীদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে, যে সকল দোকানপাট সড়কে বসেছে সেগুলোর মধ্যে উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।উচ্ছেদ অভিযানে ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী।মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেন দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।