• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধ চেষ্টায় পুলিশের বাঁধা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।১৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকে। পরে তারা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়কে বসে গিয়ে সড়ক অবরোধ করে রাখার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়।এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে। মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন  চলাচল বিঘ্নিত হয়।পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্নস্থানে অবস্থান নিয়ে পদ্মা সেতু উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। তবে বিক্ষিপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে পুলিশ।মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।