• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দুর্গাপূজায় সতর্ক থাকবে পুলিশের সাইবার টিম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সনাতন ধর্মালম্বীদের এবারের দুর্গাপূজায় গুজব রোধে সতর্ক অবস্থানে থাকবে পুলিশের সাইবার টিম।১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, ফেসবুক গ্রুপ  ও ফেসবুক পেজের এডমিনদের সাথে  মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় সকলের সার্বিক সহযোগিতাও আশা করেন তিনি।এ সময় পুলিশ সুপার বলেন, আপনারা অবশ্যই তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করবেন । মিথ্যা বা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি যেন সৃষ্টি করা না হয় সেদিকে অবশ্যই লক্ষ রাখবেন। তারপরও যদি কেউ এমন কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ সুপার আরও জানান, সাইবার অপরাধ ঠেকাতে ইতোমধ্যে জেলায় ৮ সদস্যের সাইবার টিম গঠন করা হয়েছে। তারা সবসময় অনলাইনে মনিটরিং করছে।  নিরাপত্তা নিশ্চিত করতে  ও  আইনশৃঙ্খলা রক্ষায় মানিকগঞ্জ জেলা পুলিশ সব সময় সতর্ক রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকারসহ জেলায় কর্মরত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেইজের এডমিনরা।