ফরিদপুরে কৃষি কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: মাশরুম চাষ বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় ফরিদপুরে আঞ্চলিক মাশরুম চাষি ও কৃষি কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সদর উপজেলার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. হারুণ-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।কর্মশালায় বক্তারা বলেন, মাশরুম একটি পুষ্টি-গুণ সম্পন্ন খাবার। নানাবিধ উপায়ে মাশরুম খাদ্য চাষে আনার পরামর্শসহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে কাজ করতে হবে। এছাড়াও দেশে মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনা চেষ্টা সফল করতে মাশরুম চাষের মূল লক্ষ্য।উন্নত প্রশিক্ষণ গ্রহণ, মাশরুম সল্পমূল্যে পেতে পারে, উৎপাদিত মাশরুম বিক্রির সুযোগ বাড়ানোসহ কয়েকটি বিষয়ে সহযোগিতা চায় চাষিরা।এসময় গোপালগঞ্জ, মাদারিপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও ফরিদপুরের জেলার কৃষি কর্মকর্তা ও উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।