• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

হাবিপ্রবি প্রতিনিধি: ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যা।৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরের গোর-ই-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দরুদ পাঠ ও মোনাজাত করা হয়।উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯৩০ এর দশকে বাংলার কমিউনিস্ট সংগঠনে সক্রিয় হন। তেভাগা আন্দোলনে অংশ নেয়ার জন্য ১৯৩৮ সালে তিনি পরপর দুইবার গ্রেফতার হন। ১৯৩৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনি তোলাবাটি আন্দোলন, সুসংদবদ্ধ আন্দোলন, গান্ডি আদায় বন্ধ আন্দোলন, জাল যার জলা তার আন্দোলন করেন ও গ্রেফতার হন। তাঁর নাম অনুসারে নামকরণ করা হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।