• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৩:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৩:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দেবীদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতা না হওয়ায় এমপিকে কেন্দ্রীয় পূঁজা উদযাপন পরিষদের অভিনন্দন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় পূঁজা উদযাপন পরিষদের নির্দেশনায় দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতায় সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ডাকা আয়োজিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওই অনুষ্ঠানটি পরবর্তীতে রুপ নেয় নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি সভায়।২০ জানুয়ারি শনিবার বেলা ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্বপন কুমার ধর সভাপতিত্ব করেন এবং দপ্তর সম্পাদক বিকাশ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সভাপতি জীবন চন্দ্র দাস এবং সহ-সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার সাহা, সুবল কুমার দাস, অজিত কুমার আচার্য, নয়ন কুমার ঘোষসহ দেবিদ্বার পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় একটি শক্তি সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের গুজব ছড়ালেও দেবীদ্বারে এ জাতীয় কোন ঘটনা ঘটেনি। তাই আমরা এরুপ ঘটনা না ঘটায় নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।