গাছ থেকে পেরেক অপসারণ করলেন ‘মানবিক’ ডিসি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন করেছেন ‘মানবিক’ ডিসি হিসেবে পরিচিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।২ মার্চ রোববার শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ঢাকা সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যে গাছগুলো এখনো বেঁচে আছে সেই গাছগুলো যাতে সাবলীল ভাবে বেড়ে ওঠতে পারে। তাই এ পেরেক অপসারণ কাজ চলেছে।গাছের পেরেক লাগানোর ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, গাছের যেহেতু প্রাণ আছে, তার স্বাভাবিক প্রকৃতিগত বৃদ্ধি রোধ করে দেয় এসমস্ত পেরেক। যা আমরা লাগিয়ে থাকি বিভিন্ন বিজ্ঞাপনের কাজের জন্য।ঢাকা সমাজিক বন বিভাগ ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানার কর্মসূচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু মুন্নাসহ আরও অনেকে।কর্মসূচিতে নারায়ণগঞ্জ রোভার স্কাউটস, গার্লস স্কাউট, বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।