• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১১:০৯:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১১:০৯:৪৩ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

গলাচিপায় সম্পত্তি বুঝে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন

গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মো. মোস্তাফিজুর রহমান মফিজ (৩৫) নামে এক ব্যক্তি পৈতৃক সম্পত্তি জবরদখল থেকে অবমুক্ত করার জন্য সংবাদ সম্মেলন করেছেন।৩ জানুয়ারি শুক্রবার বেলা ১১টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মফিজ গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হাইয়ের ছেলে।মো. মোস্তাফিজুর রহমান মফিজ বলেন, আমার দাদা মৃত আফাজ উদ্দিন আহম্মেদ পেশকার ওই সম্পত্তির মালিক। সে হিসেবে আমি ওই সম্পত্তির ওয়ারিশ। ওই সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমার চাচা ডা. মো. নুরুল ইসলাম জবরদখল করে ভোগদখল করে আসছেন।  সম্পত্তি বুঝে পাওয়ার জন্য গলাচিপা থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জবরদখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।