• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪০:০১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪০:০১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জলপাইয়ের প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সহ-সুপার গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর (জোরভিটা) গ্রামের স্কুল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আতোয়ার রহমানের (৫৫) বিরুদ্ধে ১২ বছর বয়সী শিশুকে যৌন-নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।শিক্ষক আতোয়ার রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন । উল্লেখ্য, আতোয়ার রহমান রতনপুর রাহমানীয়া মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত আছেন।২৬ অক্টোবর শনিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর (জোরভিটা) গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবার এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে স্থানীয় থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে আটক করেছেন পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, জলপাই দেওয়ার কথা বলে মানসিক প্রতিবন্ধী শিশুকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। আত্মীয়তার সম্পর্কের কারণে মাঝেমধ্যেই তিনি শিশুকে বিভিন্ন অজুহাতে তার ঘরে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালাতেন বলে অভিযোগে জানা যায়। সম্প্রতি শিশুর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করলে শিশু সাথে কথা বলে ধর্ষণের কথা জানা যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত অভিযুক্তকে আটক করেছি এবং ঘটনা তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।