বকশীগঞ্জে বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সদ্য ঘোষিত বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি অবৈধ, অগণতান্ত্রিক, গঠনতন্ত্র পরিপন্থি, ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে আওয়ামী সুপার ফাইভ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।২১ মার্চ শুক্রবার বিকেল ৩টায় উপজেলার অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক ত্যাগী পরীক্ষিত ও পদ বঞ্চিত নেতাকর্মীরা।বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারবারের সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা।এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম লিচু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম শহিদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আল আমিন বিদ্যুৎ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ শহিজুল হক গাজী, বগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লা, বগারচর ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল ইসলাম শাহীন।বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী বানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান উজ্জল, পৌর যুব দলের সাবেক সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির, রহিম বাঙালি, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ সরকার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শান্তি বেগমসহ ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী।আব্দুর রউফ তালুকদার তার বক্তব্যে বলেন, এখন যাদের দলের নেতৃত্ব দেয়া হয়েছে বিএনপির দুঃসময়ে তারা একটা মিছিল মিটিং পর্যন্ত করতে পারেনি। যারা বলে আমরা বিএনপির জন্ম দিয়েছি তাদের পরিবারের মাত্র দুইজন লোক বিএনপি করেছে। যারা দীর্ঘদিন বিএনপি করেছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তিনি অনতিবিলম্বে এই কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও পরীক্ষিতদের রাজনীতি করার সুযোগ দানের আহ্বান জানান।পরে পদ বঞ্চিত ইউনিয়ন নেতাকর্মীদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে খালাস পাওয়ায় বিশেষ দোয়া করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া করা হয়।