মুক্তিযুদ্ধের ম্যুরাল ভেঙে ফেলায় প্রতিবাদ সমাবেশ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট বিডিআর রোড স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযুদ্ধের ম্যুরাল জেলা প্রশাসকের নির্দেশে ভেঙে ফেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্থানীয় মিশন মোড় চত্বরে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী এই সমাবেশে জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড নিরঞ্জন কুমার সিংহ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মধুসূদন রায়, যুবনেতা গোপাল চন্দ্র রায়, বদিউজ্জামান সোহাগ, ছাত্র নেতা সাইফুল ইসলাম শিহাবসহ অনেকে।বক্তারা ম্যুরাল ভাঙ্গার নির্দেশ দেওয়ার জন্য জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় বক্তাগন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ, ৭২ এর সংবিধান, জাতীয় পতাকা প্রশ্নে কোন আপোষ নাই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে।গত রোববার ২৯ মার্চ কাপড় দিয়ে ঢেকে রাখা সেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়। গত ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখে জেলা প্রশাসক। ২৭ মার্চ জেলা প্রশাসকের আচরণের প্রতিবাদ ও তীব্র ঘৃণা জানায় সচেতন নাগরিক কমিটি (সনাক)ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।