• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৭:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৭:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বাহরাইন গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আর্জি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরকাওনা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে আজিজুল হক গত সাত বছর আগে চাকরির জন্য বৈধ পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের বাহরাইনে যায়। সেখানে পৌঁছার ২২ দিন পর থেকে অজ্ঞাত কারণে আজিজুলের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।বাহরাইনে গিয়ে নিখোঁজ ছেলের খোঁজ পেতে তার দরিদ্র পিতা-মাতা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে কিশোরগঞ্জ শহরের একটি হল রুমে সংবাদ সম্মলন করে আর্জি জানিয়েছেন।১ সেপ্টম্বর শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসে গিয়ে নিখোঁজ আজিজুলের পিতা দুলাল মিয়া বলেন, বেকারত্ব ঘুচাতে ভিটেমাটি বিক্রি করে হতদরিদ্র আজিজুল ২০১৬ সালে পাকুন্দিয়ায় উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের মাধ্যমে ঢাকার বনানী অফিসে সাড়ে ৪ লাখ টাকা জমা দিয়ে মধ্যপ্রাচ্যের বাহরাইনে পাড়ি জমান। সেখানে গিয়ে ২২ দিন আজিজুল তার পিতা-মাতার সঙ্গে মোবাইলে কথা বলতে পারলেও অজ্ঞাত কারণে এর পর থেকে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না আজিজুলের পরিবার।সংবাদ সম্মেলনে নিখোঁজ আজিজুল হকের পিতা দুলাল মিয়া, মা পারভীন আক্তার ও প্রতিবেশী রিপন মিয়া উপস্থিত ছিলেন।