• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

ড. ইউনুসের ভূয়সী প্রশংসা করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ড. মোহাম্মদ ইউনুস একজন সারা বিশ্বের স্বনামধন্য মানুষ। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে নানা অপবাদ দিয়ে জেল দিয়েছে। তাকে সুদখোর বলতো। কারণ তিনি এক সময় প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এখন দেশের সরকারে তিনি রয়েছেন।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফায়সালা আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সে স্বাধীনতা আমরা পাইনি। আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে গাদ্দারী করেছে। তারা বিশ্বাস ঘাতক, তারা দেশদ্রোহী, তারা জোর করে মানুষের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছিল।তৃতীয়বার দেশ স্বাধীন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্ট ও তারও আগ থেকে আওয়ামী সরকার আমাদের ছেলেদের যেভাবে হত্যা করলো তাতে আর মায়েরাও ঘরে বসে থাকতে পারেনি। তারাও রাজপথে নেমে এসেছিল। এক দফা এক দাবিতে দেশ ছেয়ে গিয়েছিল। তাই আমি বলেছিলাম এমন দিন আসবে যেদিন পালাবার সময় থাকবে না।ড. ইউনুসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সারা বিশ্ব একযোগে তাকে সমর্থন দিয়েছে। সেনাবাহিনী সমর্থন দিয়েছে। আমরাও দিয়েছি। তারা দেশে সংস্কার করছে তাই আমাদেরও তাদেরকে সময় দিতে হবে। তবে এই সরকারের প্রতি আমাদের অনুরোধ তাদেরকে জনগণের পাল্স বুঝতে হবে।