• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৫৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৫৮:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ৭ দিনব্যাপী ওমানি টুপি তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব প্রশিক্ষণ ও আত্মকর্ম সংস্থান কর্মসূচি রাজস্ব খাতের আওতায় ৩০ জন যুব মহিলাকে ৭ দিনব্যাপী ওমানি টুপি তৈরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চর তালুক শিমুলবাড়ী মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক শাহাদত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানসহ আরো অনেকে।টুপি প্রশিক্ষণ প্রদান করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা বাবলু খন্দকার বাবু। সবশেষে উদ্যোক্তা বাবলু খন্দকারের বিভিন্ন খামার পরিদর্শন করা হয়।