খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সুধী সমাজ এবং গণমাধ্যম কর্মীরা।সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সীমিত পরিসরে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।