ফটিকছড়ির প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: জমকালো ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের ফটিকছড়ির প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পবিত্র কুরআন খতমের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় অতিথিদের পুষ্পমাল্য দিয়ে অভ্যর্থনা, বক্তব্য প্রদান, ডিরেক্টর সম্মাননা ও র্যাফেল ড্রসহ নানা কর্মসূচি পালন করা হয়।প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের সেক্রেটারি সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও ভাইস-চেয়ারম্যান ডা. সাইদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক শাকিল ওয়ায়েজ। উদ্বোধক ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. আব্বাস উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. বিশ্বনাথ দে। সমন্বয়ক ও অডিট ডা. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইমের সেক্রেটারি সাইফুল ইসলাম।বক্তারা বলেন, সব ধরনের নিরীক্ষা, রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। আগামীতে এই সেবার আওতা আরো বৃদ্ধি করা হবে বলে জানান বক্তারা।ল্যাব কার্যক্রমে বিশেষ অবদান রাখাই ক্রয় কমিটির প্রধান ডা. মঈন উদ্দিন, ম্যানেজার মো. কামরুল ইসলাম রাশেদ, সিনিয়র মার্কেটিং অফিসার মো. জিসান কাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। র্যাফেল ড্র তে বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিরেক্টর ডা. আ.ন.ম. রিসালাত ইসলাম, ডা: রোবায়েত হাসান, আনোয়ারুল আজম নয়ন, মো. রেজাউল করিম চৌধুরী,আলহাজ আব্দুল মান্নান, হাফেজ মো. হাসান, ডা: হামিদুল্লাহ খান, মোহাম্মদ ইসমাইল, মো. হারুনুর রশিদ প্রমুখ।