• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৬:৫০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৪৬:৫০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।১১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে এই চাল, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক এবং প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে একটি করে হুইলচেয়ারও বিতরণ করা হয়।উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।