ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।১৩ অক্টোবর রোববার সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন।মহড়া অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন ধরনের দুর্যোগ ও অব্যস্থাপনা থেকে মানুষকে রক্ষা করতে বিস্তর আলোচনা করা হয়। এছাড়া বক্তারা দুর্যোগকালীন সময়ের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।