• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ রাত ১০:২৫:৪৯ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ রাত ১০:২৫:৪৯ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

জবির বিষয় সমাধানযোগ্য, আন্দোলনের দরকার ছিল না: শিক্ষা উপদেষ্টা

জবি প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিষয় এত সহজে সমাধানযোগ্য যে আন্দোলনের দরকার ছিল না। ১২ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে ছাত্র এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে একটা নতুন ক্যাম্পাসের অনুমোদন একনেকে নেওয়া হয়েছে, যা তারা জানে না। সেখানে হল থেকে শুরু করে সব থাকবে। এটা ঘিরে মহাপরিকল্পনা আছে, এটাকে অন্তর্বর্তী সরকারের মেগা প্রকল্পই বলা চলে।তিনি বলেন, ‘চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও থেমে নেই, কাজ চলবে। শিক্ষার্থীরা অনেক জায়গায় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে, তা তদন্ত করা হবে বলেছি। শিক্ষার্থীরা সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন চাইছে, তাও ভাবা হবে ও মন্ত্রণালয় সহায়তা করবে।’উল্লেখ্য, সোমবার সকালে ৫ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন জবি শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের সামনের সড়ক অবরোধও করেন বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে আলোচনায় বসার সিদ্ধান্তে দিনে কর্মসূচি স্থগিত করা হয়।