উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক আরিফ
নিজস্ব প্রতিবেদক: উত্তরা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে বিজয় টিভির সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ সভাপতি ও নিউজ ২৪ স্টাফ রির্পোটার আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাকসুমুল হাকিম ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আলাউদ্দিন আল আজাদ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন ২৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম সর্বোচ্চ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও অন্যান্য নির্বাচিত কর্মকর্তাগণ হলেন সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম মজুমদার (প্রতিদিনের সংবাদ), এস.এম. সাইফুর নুর শুভ (যুগান্তর); যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী (দৈনিক ঢাকা); সাংগঠনিক সম্পাদক মো. যোবায়ের হোসাইন (সকালের সময়); অর্থ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শামীম (সমাজ সংবাদ ); দপ্তর সম্পাদক মো. রেজাউর রহমান (ক্রাইম পেট্রোল বিডি); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম একা (তৃতীয় মাত্রা); নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার পুষন (মাই টিভি); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান (বাংলাদেশ সমাচার ); আপ্যায়ন সম্পাদক মো. রবিউল আলম রাজু (প্রাণের বাংলাদেশ); কার্য নির্বাহী সদস্য মো. কামরুল হাসান মজুমদার (যায়যায়দিন)।