কালিয়াকৈরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে তিন দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে।কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন।বাংলাদেশ স্কাউসের নির্বাহী পরিচালক উনু চিং এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) ও অবসরপ্রাপ্ত উপসচিব মাহমুদুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ।বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) পরেশ চন্দ্র বর্মন জানান, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক (প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এর জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পে সারাদেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মুক্ত স্কাউট গ্রুপের ৩৭০ জন কিশোর-কিশোরীকে এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।প্রেসিডেন্টস স্কাউটস অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে ১১ থেকে ১৬ বছর বয়সী ৩৭০ জন স্কাউট ছেলেমেয়ে ছাড়াও ১২১ জন কর্মকর্তা, ৫০ জন উইনিট লিডার ও ৭০ জন অভিভাবক অংশগ্রহণ করেছেন।