দেশ সংস্কারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: ইঞ্জিনিয়ার বকুল
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই আয়োজন করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন।এই সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দির রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রেস ক্লাবের উপদেষ্টা ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, সুন্দর একটি সোনার বাংলা গড়ার ক্ষেত্রে ও দেশ সংস্কারের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা চাইলে দেশের অন্যায়-অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখতে পারে। ২৪ এর অভ্যুত্থানের পর সাংবাদিকরা এখন স্বাধীন। আর কোন অপশক্তি সাংবাদিকদের দমিয়ে রাখতে পারবে না। সত্যকে সত্য লিখতে হবে এবং মিথ্যাকে মিথ্যে লিখতে হবে।