• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৩:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৩:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা ) প্রতিনিধি: নদী দূষণ বন্ধ কর- প্লাস্টিক দূষণ বন্ধ কর, এই প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনার তালতলীতে শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে পায়রা (বুড়িশ্বর) নদী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২২ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নলবুনিয়া এলাকার নারী, পুরুষ, শিশুসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, আমাদের নদীগুলো নানানভাবে প্রভাবশালী মহল দখল করে ফেলছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লা পরিবহনে নদীতে জাহাজ চলাচল করছে, বিদ্যুৎ কেন্দ্রের দূষিত পানি ও বর্জ্য নদীতে ফেলার কারণে পায়রা (বুড়িশ্বর) নদী দূষণ হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীগুলো ভাঙনের কবলে পতিত হচ্ছে। জাহাজ চলাচলের কারণে স্থানীয় জেলেদের জাল-দড়ি ছিড়ে যায় যার ফলে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অব্যাহতভাবে কয়লা ও বর্জ্য পদার্থ নদীতে পড়ার ফলে একসময় নদী মৎস্য শূন্য হয়ে যাবে। ইলিশের অভায়শ্রাম নষ্ট হবে। জেলে ও নদী তীরবর্তী মানুষেরা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যাবে। এক সময় এই বেকার জনগোষ্ঠী জাতীয় উন্নয়নে বোঝা হয়ে দাঁড়াবে।এসময় বক্তব্য রাখেন, পরিবেশকর্মী ও সাংবাদিক মোস্তাফিজ, খালেদ মাসুদ, শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির আহ্বায়ক মো. জাহানগীর হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, ইউপি সদস্য মো. মুনসুর আলী বাবুল, নলবুনিয়া জেলে সমিতির আহ্বায়ক মো. শাহজাহান শেখ, পায়রা নদী রক্ষা কমিটির মো. বাবুল হাওলাদার প্রমুখ।