র্যাব-১৩'র হেড কোয়ার্টারে মুক্তির সোপান নামে ফটো গ্যালারির উদ্বোধন
রংপুর ব্যুরো: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতাকে জানতে র্যাব-১৩'র হেড কোয়ার্টারে মুক্তির সোপান নামে ফটো গ্যালারির উদ্বোধন করা হয়েছে।২৬ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ গ্যালির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান ও র্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফরসহ র্যাবের ঊর্ধ্বত কর্মকর্তাবৃন্দ।অধিনায়ক আরাফাত ইসলাম জানান, ব্যাটেলিয়ন সদর ক্যাম্পের একটি সিঁড়ি কোঠায় জাদুঘর থেকে সংগৃহীত ১০১টি আলোক চিত্র দিয়ে সাজানো হয়েছে 'মুক্তির সোপান' নামের গ্যালারিটি। এই আলোকচিত্রগুলি থেকে সকল র্যাব সদস্যসহ এই ব্যাটালিয়নে আগত অন্যান্য জনগণ উপকৃত হবেন। তাদের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, মহান মুক্তিযুদ্ধের পটভূমি ও ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা সম্পর্কে তারা অজানা বহু তথ্য জানতে পারবেন।এ সময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। এই মুক্তির সোপান গ্যালারিটি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতা সম্পর্কে আরও জানার প্রয়াসে অগ্রনী ভূমিকা পালন করবে।এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও রংপুর নগরীর স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও দুপুরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় র্যাব-১৩'র পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালন করা হয়েছে।