• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪১:০৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪১:০৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে ৩ শতাধিক গাছের চারা নিধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ৩ শতাধিক গাছের চারা কর্তন করেছে দুর্বৃত্তরা। যার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে উল্লেখ করেন বাগানের মালিক এখলাছুর রহমান।৬ ফেব্রুয়ারি মঙ্গলবার পাঁচজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বাগান মালিক। এ অমানবিক ঘটনা ঘটেছে ৩ ফেব্রুয়ারি শনিবার ভোররাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও নামক এলাকায়।মামলা ও এলাকাবাসী মারফতে জানা যায়, উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা এখলাছুর রহমান তালুকদার নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধিক চারা গাছ রোপণ করেন। প্রায় চার বছর পূর্বে গ্রামের কামারখালী নদীর তীরে তার ফিসারির পাড়ে এই গাছের বাগান করেন তিনি।শনিবার ভোররাতে পূর্ব শত্রুতার জেরে ফিসারির পাড়ে লাগানো নানা জাতের প্রায় ৩ শতাধিক চারার প্রতিটির মধ্যস্থানে কেটে সারিবদ্ধভাবে ফেলে রাখা হয়। কান্দারগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের পু্ত্র জয়নাল মিয়া তার সহযোগীদের নিয়ে কেটে বাগানটি ধ্বংস করে ।এ ঘটনায় মঙ্গলবার রাতে এখলাছুর রহমান বাদি হয়ে একই গ্রামের মৃত আজিজুর রহমানের পু্ত্র জয়নাল মিয়া, সামছুল, তখলিছ, মখলিছ ও আতিকসহ ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলতাব আলী ও হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ কান্দারগাঁও গ্রামের মসজিদ, স্কুল ও কবরস্থান নিয়ে গ্রামের পঞ্চায়েত কমিটির সাথে জয়নাল মিয়ার বিরোধ চলমান রয়েছে। আর গাছের মালিক এখলাছুর রহমান ওই পঞ্চায়েত কমিটির সাথে সম্পৃক্ত থাকায় আক্রোশ মেটাতে জয়নাল তার চার ভাইকে সাথে নিয়ে গাছ কেটে অমানবিক ঘটনা ঘটিয়েছে। এখানে গাছের অপরাধটা কি ছিল। গাছের সাথে কিসের শত্রুতা তা আমাদের বোধগম্য নয়।এ-ব্যাপরে অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, তিনি সম্পূর্ণ নিরপরাধ বলে দাবি করেন। তিনি ও তার ভাইয়েরা এ ঘটনার সাথে জড়িত নন।জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম জানান, ঘটনায় ৫ ব্যক্তিকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।