বাবা ও সৎ মায়ের নির্যাতনে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ইভা আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ২ এপ্রিল বুধবার সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।নিহত ইভা আক্তার মানিকগঞ্জ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার কাটিগ্রাম ইমামনগর গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে।জানা যায়, মঙ্গলবার ১ এপ্রিল সন্ধ্যার পর নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো অজ্ঞান অবস্থায় ইভাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছোট ভাই শুভ আহমেদ জানান, তাদের বাবা সাত-আট মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তাদের মা, ইভা এবং তাকেও শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বিশেষ করে, ঈদের দিন সৎ মাকে ‘মা’ বলে সম্বোধন করতে বাধ্য করার চেষ্টা করা হয়। ইভা রাজি না হলে অকথ্য গালাগালি ও কটূক্তির শিকার হন। এরপর রাত ১১টার দিকে ভাই-বোন দুজনকেই ঘর থেকে বের করে দেওয়া হয় এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়।শুভ আরও বলেন, আমার বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে বোন আত্মহত্যার পথ বেছে নেয়।এদিকে, মানিকগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাবলু মিয়া জানান, মৃত্যুর খবর পাওয়ার পর ইভার বাবা ও চাচা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ইভার বাবা ইসরাফিল হোসেনকে আটক করলেও তার চাচা চান্দু মোল্লা পালিয়ে যান।মানিকগঞ্জ সদর থানার ওসি এস. এম. আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।