• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৮:৩৫ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৮:৩৫ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফুটবল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গরবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে পঞ্চগড়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফুটবল বিতরণ করা হয়েছে।৪ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঈদ সৌজন্য সাক্ষাতের জন্য গ্ৰামেরবাড়ি বোদা উপজেলায় বেড়াতে আসলে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যার ফলশ্রুতিতে পঞ্চগড়ে প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে ফুটবল বিতরণ করা হয়।কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই আমি সাদ্দাম ভাইকে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।ফুটবল বিতরণ কার্যটি সম্পাদন করেন আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার বাবু সুভাষচন্দ্র রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের বিতর্ক ও নাট্য সম্পাদক দীপম সাহা।এ সময় উপজেলা ছাত্রলীগের শফিকুল ইসলাম, মুরসালিন ইসলাম মুছাবুল, লিমন, জর্জ, সিফাত, মুসফিক, নাজিম, রমজান, মুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।