মেহেরপুরে ফুলকপি চাষ করে বিপাকে কৃষকরা
মেহেরপুর প্রতিনিধি: প্রতিবারের ন্যায় এবারও মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে ফুলকপির উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকপির ফলন আশানুরূপ হলেও ক্রেতা না থাকায় হতাশ চাষিরা।প্রতিপিস ফুলকপির ১ টাকা দিয়েও কেউ নিতে চাইছে না। তাই উৎপাদিত সবজি জমিতে পচে নষ্ট হচ্ছে। আবার কেউ কেউ গবাদিপশুর খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছে। কৃষকরা প্রণোদনার মাধ্যমে ক্ষতি পূরণের দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে কৃষি কর্মকর্তা বলছেন, সরকার সহায়তা বরাদ্দ দিলে সেগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হবে।মেহেরপুরে চলতি বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। গত কয়েক বছরের তুলণায় এবার বেশি জমিতে ফুলকপি চাষ হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। প্রথমে প্রতিপিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১ টাকা পিস নেওয়ারও লোক নেই।প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে প্রায় ৪০ হাজার টাকা খরচ হলেও বর্তমানে এক বিঘা জমির উৎপাদিত কপি ৫ হাজার টাকায়ও কেউ নিতে চাইছে না। ফলে কেউ কেউ ট্রাক্টর দিয়ে নষ্ট করছে কেউ আবার কেউ গবাদিপশুর খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছে। ন্যায্য মূল্য না পাওয়ায় জেলার ফুলকপি চাষিরা লোকসানে পড়েছেন।এ ব্যাপারে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ফুলকপি বেশি চাষ হয়েছে। তাই ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। সরকার সহায়তা বরাদ্দ দিলে সেগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হবে।