লালপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডেবরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- মহেশখোলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রিন্টু প্রাং (৩৩) ও বৈদ্যনাথপুর গ্রামের শামীম আহমেদের ছেলে শিশির আহমেদ (২৪)।পুলিশ সূত্রে জানা যায়, তারা গোপালপুর থেকে লালপুরে মোটরসাইকেলে করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।লালপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আটক আসামিরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।