• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৪:৪১ (12-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৪:৪১ (12-Apr-2025)
  • - ৩৩° সে:

দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ২৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিএনসি।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারী হাঁসপুকুর গ্রামের মো. রফিউদ্দিনের পুত্র মো. আব্দুল কাদেরের (৩৭) বাড়ি তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে আসামি দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।তিনি বলেন, এ ঘটনায় আব্দুল কাদেরকে আসামি করে দিনাজপুর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।