• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪১:৪৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪১:৪৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, ১৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় আজ ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে, ফলে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি সকাল সাড়ে ৫টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। এ সময় ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা নামের চারটি ফেরি মাঝ পদ্মায় আটকে যায়।কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে ঘাটে আটকে থাকা যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা পুনরায় চালু করা হয়েছে। এখন যানবাহন পারাপারে সব ফেরি সক্রিয় রয়েছে।