টানা বর্ষণে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত: চন্দ্রঘোনায় ফেরী চলাচল বন্ধ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনায় ফেরী চলাচল বন্ধ রয়েছে। নদীতে স্রোত ছাড়াও ফেরীঘাটের পল্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে।৭ আগস্ট সোমবার বন্ধ রয়েছে ফেরী পারাপার। ফেরী বন্ধ থাকায় রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যাতায়তকারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, টানা বর্ষণে কর্ণফুলী নদীতে স্রোতে ফেরীর পল্টুন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পাহাড়ি ঢলের তীব্রতার কারণে সোমবার দুপুর থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।জানতে চাইলে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, ‘নদীর তীব্র স্রোতের কারণে ফেরির পল্টুন ঠিক করা সম্ভব হচ্ছে না। এছাড়া স্রোতের কারণে ফেরী চলাচল অসম্ভব। তাই আপাতত ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে।’