লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ ফ্যাক্টরি সিলগালা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনুমোদন বিহীন দুই ফ্যাক্টরি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত । পৌর শহরের দুটি বাড়ির নিচতলা ভাড়া করে একটি অসাধুচক্র গোপনে তৈরি করছে সকল নকল জুস। শুধু জুস নয় সাথে রয়েছে ট্যাং, আইসক্রিম, আচারসহ কয়েকটি ধরনের পণ্য। ১২ জানুয়ারি রোববার বিকেলে পৌরসভার সাহাপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও বিএসটিআই’র কর্মকর্তা মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি চৌকস প্রশাসনিক টিম অভিযান চালায়। এসময় সেনাবাহিনী,পুলিশ সদস্যরা দুইটি কারখানাকে ঘিরে রাখে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময়ের অভিযানে বেশকিছু অবৈধ সামগ্রী জব্দ করে দুটি কারখানায় সিলগালা করে দেয়।পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের রাব্বি নামের এক অসাধু ব্যক্তিসহ একটি চক্র দীর্ঘদিন ধরে বাড়ি দুইটি ভাড়া নিয়ে কোনো রকম বৈধতা ছাড়াই অবৈধভাবে অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নাম বিক্রি করে। কয়েক ধরনের নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। অসাধু চক্রের মূল হোতা রাব্বির বাড়ি পৌর শহরের ৬নং ওয়ার্ডে।কারখানাতে ঢুকতেই চোখ পড়ে, ফ্রুটি জুস, ট্যাং, আচার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের খাওয়ার আইচ ললি, রোবট ললি ও মেয়াদহীন জুস তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং রাসায়নিক দ্রব্য।নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমরা দুটি কারখানা অভিযান চালাই। কারখানাগুলোতে অবৈধ মেয়াদ উত্তীর্ণ খাদ্য, বিভিন্ন ধরনের রংসহ অনুমোদনহীন পণ্য পাই। এসময় দুইটি কারখানা সিলগালা করে মালামাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।