• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৭:৫৮ (06-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৩শে চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৭:৫৮ (06-Apr-2025)
  • - ৩৩° সে:

সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রিল্যান্সার সামিট, তারুণ্যের উৎসব ২০২৫। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত এ সামিটে উপজেলার ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা অংশ নেন।এ বছরের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ’, যেখানে কীভাবে ফ্রিল্যান্সিং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি কীভাবে আরও সমৃদ্ধ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসহাক আলীর সভাপতিত্বে ফ্রিল্যান্সিং সামিটে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।  তিনি বলেন, ‘বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। সরকার ফ্রিল্যান্সারদের জন্য নীতি সহায়তা ও প্রযুক্তিগত সুযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।’সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সার ইজাজ আহমেদ, ফাহাদ হোসেন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মইন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন, উপজেলার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক মার্কেটপ্লেসের নতুন চ্যালেঞ্জ, এআই ও অটোমেশনের প্রভাব এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়।