• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা করেছে ৫৬ বিজিবি। পাশাপাশি স্থানীয়দের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। চার জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৫৬ বিজিবির অধীনস্ত পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঢাঙ্গীপুকুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এছাড়াও, অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আলী আকবর, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ, বিজিবি কোম্পানী কমান্ডারগণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।