কেরানীগঞ্জে কারাবন্দিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।৪ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।এ সময় আরও উপস্থিত ছিলেন, মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, ডিআইজি প্রিজন ঢাকা বিভাগ, এস এম ফজলুল হকসহ কারাগারের অন্যান্য কর্মকর্তারা।ঢাকা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার ময়দানে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করবে।এদের মধ্যে ৯টি দল কারাগারে থাকা বন্দিদের নিয়ে গঠন করা। অন্য দলটি কারা স্টাফদের নিয়ে গঠন করা। এছাড়া তিনি নিজেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।