শ্রীপুর পৌর যুবদল নেতার হামলার শিকার বনকর্মীরা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সৃজিত বাগান হতে কর্তিত গজারি গাছ উদ্ধার করতে গেলে পৌর যুবদল নেতার হামলার শিকার হয়েছেন বনকর্মীরা।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌরসভার লোহাগাছ গ্রামে ঘটনাটি ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর রেঞ্জ হতে এক কি.মি. দূরে সৃজিত আকাশমনি বাগান হতে বনদস্যুরা গাছ কাটছে এমন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানসহ তিনজন বন কর্মকর্তা সেখানে গেলে পৌর যুবদলের সদস্য কবির হোসেনের নেতৃত্বে দা লাঠি নিয়ে হামলা চালায়। এসময় তারা প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ সঙ্গীয়রা কোনো মতে প্রাণ নিয়ে ফিরে আসেন।শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।