কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া (পলানপাড়া) এলাকার সরকারি গজারি বন থেকে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পড়নে সাদা কালো চেকটি শার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যুবকটি নেশাগ্রস্ত ও প্রচণ্ড শীতে তার মৃত্যু হতে পারে। তার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া টু ওয়ালটন গেইট আঞ্চলিক সড়কের মাঝামাঝি পলানপাড়া ভারটেক্স স্কুলের অপজিটে সরকারি গজারি বনে ময়লার স্তূপে আগুন লাগানো অবস্থায় বুধবার বিকাল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা । পরে সকালে ওই আগুনের পাশেই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল দশটার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।