গাজীপুরে গজারি গাছ কেটে রাস্তা ও ঘরবাড়ি নির্মাণ অব্যাহত, বন কর্মকর্তাদের বাধা উপেক্ষিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের ভাওয়াল রেঞ্জের রাজেন্দ্রপুর পশ্চিম বিটের আওতাধীন গভীর বনাঞ্চলে গজারি গাছ কেটে বনের জমি দখল করে সড়ক ও ঘরবাড়ি নির্মাণের ধুম চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া সংলগ্ন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের কড়ইতলা এলাকায় বিট অফিসের কাছাকাছি এ দখল কার্যক্রম চালানো হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।১৩ জানুয়ারি সোমবার সরেজমিনে দেখা যায়, বনের ভেতরে সড়ক নির্মাণের পাশাপাশি ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। অভিযোগ উঠেছে ঢাকার বাসিন্দা মুরাদ হোসেনের বিরুদ্ধে, যিনি একাধিকবার বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।বনপ্রহরী মিজান জানান, অভিযুক্তরা আগেও বনের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত রোববার বন বিভাগ অবৈধ কার্যক্রম প্রতিহত করতে একটি জেনারেটরসহ নির্মাণ সামগ্রী জব্দ করেছে। তবুও দখলদারদের কার্যক্রম বন্ধ হয়নি।এ বিষয়ে অভিযুক্ত মুরাদ হোসেন বলেন, আমার জোত জমি বনের পাশে থাকায় আমি বনের ভিতর দিয়ে রাস্তা ব্যবহার করেছি। তবে বনের জমির সীমানা নির্ধারণ (ডিমার্কেশন) করা হয়নি।এ বিষয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।বন বিট কর্মকর্তা মোল্লা হাফিজুর রহমান মুঠোফোনে জানান, ‘অভিযুক্ত মুরাদ হোসেন অনেক বেপরোয়া। তাকে বারবার নিষেধ করা হয়েছে, কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’বন বিভাগের কর্মকর্তারা অবৈধভাবে বনের জমি দখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে, স্থানীয় জনগণ এ ধরনের দখলদারিত্ব বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বনের পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের কার্যক্রম বন্ধ করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।