• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৫:২৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৫:২৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বৈরী আবহাওয়ার কারণে আরিচা-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে পদ্মা-যমুনা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকাসহ সকল প্রকার নৌযান।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে  সকাল ৮টা থেকে এই নৌ-রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়।তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।বিআইডব্লিউটিএ পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো: সালাম হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় এ নৌ-রুটে ভোর সোয়া ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ৮টার পরে আরিচা-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে পশ্চিম ও দক্ষিণ বঙ্গের ব্যস্ততম এ নৌ-রুট দিয়ে প্রতিদিন শত-শত ছোট বড় যানবাহন চলাচল করে। এবং হাজার হাজার মানুষ নদীর পার হয়ে যে যার গন্তব্যে যায়। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় শত শত মানুষ আটকা পরেছে আরিচা-পাটুরিয়া ঘাটে। পড়েছে চরম দুর্ভোগে।