বরিশালে পুলিশে নিয়োগ পাওয়া ৫৮ জনকে ফুল দিয়ে বরণ করলেন এসপি
বরিশাল প্রতিনিধি: ‘সেবা ব্রতে চাকরি’ এই শ্লোগানে বরিশাল জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৫৮ জন, অপেক্ষমান তালিকার ১২ জন প্রার্থী ও তাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ করলেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।এ সময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করে বলেন, তারা কৃষক, দিনমজুর, অটোচালক বিভিন্ন পেশার সাথে জড়িত। যদি বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিত তাহলে আজ তাদের সন্তানরা বাংলাদেশ পুলিশের মতো গর্বিত বাহিনীতে চাকরি করার সুযোগ পেত না। অতঃপর তারা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে তাদের সন্তানদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি এবং বরিশাল জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।