• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৪:১৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৪:১৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

বিসিসির কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

বরিশাল ব্যুরো: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চতুর্থ শ্রেণীর ১২০ জন কর্মচারীকে মাঝে কম্বল প্রদান করা হয়েছে।৭ জানুয়ারি মঙ্গলবার বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।বিসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিসির সচিব রুম্পা সিকদার।সংগঠনটির সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিক, মহিলা বিষায়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।এ সময় শ্রমিক নেতারা বলেন, এই শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।