• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:১৫:২৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:১৫:২৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত: খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্র মেরামতে ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলটির চেয়ারপারসন।খালেদা জিয়া বলেন, দেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।বিএনপির চেয়ারপারসন ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা-প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এসময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন দেশের গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমাদের এই বিষয়টি নজরে রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না।খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্য থাকলেও সবসময় আপনাদের পাশেই আছি।