কুমিল্লায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলফিয়ানদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।৭ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র বিচারপতি মামনুন রহমান।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ডাক্তার আবু আইউব হামিদ, আয়োজক কমিটির উপদেষ্টা জেলা পিপি মো. কাইমুল হক রিংকু, মাশুক আলতাফ চৌধুরীসহ অন্যরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিষ্টার মেরী লিওবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা, স্মতিচারণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।