শহীদ ৫ সাংবাদিক পরিবারকে কোটি টাকার চেক দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ।২৯ জানুয়ারি বুধবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১ কোটি টাকা অনুদানের এই চেক হস্তান্তর করা হয়।ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী বলেন, আমি সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই বিপ্লবের সময় দেশ ছিল অন্ধকারে নিমজ্জিত। দেশে কোনো গণতন্ত্র ছিল না। সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছুই ছিল না। সাদাকে সাদা কালোকে কালো বলার কোনো উপায় ছিল না। দেশের সবকিছুই চলতো এক ব্যক্তির ইচ্ছায়। গণমাধ্যমে ততটাই লেখা যেত যতটা সরকারের পক্ষ থেকে চাইতো। জুলাই বিপ্লবের সময় কোনো দাবি অথবা কথা বললেই গুলি চালানো হতো। সেসময় অসংখ্য ছাত্রকে আমরা দেখেছি ঢাকার পিচঢালা কালো রাস্তায় পড়ে থাকতে। এমন বীভৎস চিত্র একটি স্বাধীন সার্বভৌম দেশে কখনো কল্পনাই করা যায় না। নিজ দেশের কোনো সরকারপ্রধান এমনটা করতে পারে, এটা কোনো সভ্য দেশে চিন্তাই করা যায় না।তিনি আরও বলেন, আজকে শহীদ পরিবারের জন্য দুঃখের দিন। তবে আমি বলব, এর থেকে গৌরবের আর কিছু হতে পারে না। কারণ কয়জনের ভাগ্য থাকে বীরের ভাই হওয়া, বাবা হওয়া, মা হওয়ার এবং সন্তান হওয়ার। আপনাদের সন্তানরা একটি জাতিকে রক্ষা করেছে। আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শহীদ পরিবারের সকলকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন। দেশের জন্য যারা কাজ করেন তিনি সব সময় তাদের পাশে নীরবে দাঁড়ান। অন্যরা কে থাকল, তা আমরা জানি না। তবে বসুন্ধরা গ্রুপ সব সময় আপনাদের পাশে থাকবে।কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আজকের এই আয়োজন কোনো আনন্দের নয়। এটি কষ্টের একটি সময় শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্যও। বসুন্ধরা গ্রুপ এর আগেও সাংবাদিক দম্পতি সাগর রুনির ছেলের ভরণ-পোষণের জন্য সহায়তা দিয়েছে। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী নিজে জুলাই ফাউন্ডেশনে ৫ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন। সেখান থেকেও এই শহীদ পরিবার সহায়তা পাবেন। তবে অনুদানের থেকে বড় বিষয় হচ্ছে, এ সকল পরিবারের জীবিকার জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়া। ইতোমধ্যে বসুন্ধরা গ্রুপ রংপুরে শহীদ আবু সাইদের ভাইকে বসুন্ধরা গ্রুপে চাকরির ব্যবস্থা করেছে।উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পাঁচ সাংবাদিক পরিবারকে সম্মাননা স্মারক এবং প্রত্যেককে দুই লাখ টাকার চেক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শহীদ পাঁচ পরিবারকে এক কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি প্রত্যেকের নামে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে তা থেকে প্রাপ্ত মুনাফা শহীদ পরিবারের ভরণপোষণে ব্যবহার করার অনুরোধ করেন।শহীদ পাঁচ সাংবাদিক:অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী, তিনি ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে শহীদ হন। দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, তিনি ১৯ জুলাই ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালে শহীদ হন। দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন, উত্তরার আজমপুরে ভিডিও ধারণ ও ছবি তুলতে গিয়ে শহীদ হন। দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোর প্রধান আবু তাহের তুরাব ও দৈনিক খবরপত্রের প্রদীপ ভৌমিক, তিনি ১৯ জুলাই সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হন।